কলকাতা, 15 অক্টোবর: দুর্গা পুজোর আনন্দ দোলা লেগেছে ইউভানের (Yuvaan) মনেও ৷ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একরত্তি ছেলেও ঢাকের তালে কোমর দোলাচ্ছে ৷ ধুতি-পাঞ্জাবি পরে গানের তালে পা মেলাচ্ছে ইউভান ৷ ছেলের এই কাণ্ড দেখে আনন্দে আত্মহারা মা শুভশ্রী ৷ ছেলের নাচে সঙ্গ দিলেন তিনি ৷
পরনে সাদা ধুতি ও গোলাপি পাঞ্জাবি ৷ এটাই ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের মহানবমীর সাজ ৷ ছেলের এই লুক প্রকাশ্যে আনেন তার বাবা রাজই ৷ তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ইউভানের একটি ছবি পোস্ট করে জানান, এটাই তার পুত্রসন্তানের নবমীর সাজ ৷ সেই ছবি লাইক ও ভালোবাসায় বানভাসি ৷ কমেন্টে মা শুভশ্রী লিখেছেন, "হ্যান্ডসাম ইন পাঞ্জাবি ৷"
আরও পড়ুন:Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ
তবে শুধু এই ছবিই নয়, নবমীর সাজে ছেলের একটি ভিডিয়োও পোস্ট করেছেন চিত্রনির্মাতা রাজ ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘরের টিভিতে জোরে চালিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় বাংলা গান 'ঢাকের তালে কোমর দোলে ৷' হাঁ করে সেই দিকেই তাকিয়ে রয়েছে একরত্তি ৷ মন দিয়ে সে গানটা শুনছে ৷ আর ফলো করছে গানের তাল ৷ একটু একটু করে দুলে উঠছে তার পা, কোমর ৷ তাকে উৎসাহ জুগিয়ে চলেছেন মা ৷ লাল-পেড়ে সাদা শাড়ি পরে শুভশ্রীও ছোট্ট ইউভানের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন ৷ বসে বসেই নেচে চলেছেন ছেলের সঙ্গে ৷ টলমল পায়ে ইউভানের নাচের স্টেপ মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷
আরও পড়ুন:Sushmita Sen : কেন কথায় কথায় "দুগ্গা দুগ্গা" বলেন সুস্মিতা সেন ?
পুজোর কয়েকদিন রাজ ও শুভশ্রী নিয়মিত তাঁদের আপডেট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁদের সাজ তুলে ধরেছেন ভক্তদের সামনে ৷ আর তাঁদের পোস্টের অধিকাংশ জুড়েই ছিল তাদের ছোট্ট ইউভান ৷ ছোট্ট হাতে ঢাক বাজানোর ভিডিয়ো থেকে শুরু করে তার নানা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রেখেছেন সেলেব দম্পতি ৷ আর স্টারকিডের মিষ্টি কীর্তিকলাপ নিয়েই আপাতত মেতে রয়েছেন নেটিজেনরা ৷
আরও পড়ুন:Durga Puja-Rituparna Sengupta : মুম্বইয়ে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় ঋতুপর্ণা