পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আর কবে ভ্যাক্সিন আসবে ?", বিরক্ত শুভশ্রীর ছেলে ইউভান - রাজ চক্রবর্তীর খবর

আর কবে ভ্যাক্সিন আসবে ? বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে রাজ-শুভশ্রীর ছেলে ইউভান । সকাল সকাল এক মজাদার পোস্টে নেটিজেনদের মন ভালো করে দিলেন রাজ ।

Raj chakrabarty social media
Raj chakrabarty social media

By

Published : Dec 5, 2020, 11:06 AM IST

কলকাতা : সোশাল মিডিয়ার নতুন সেনসেশন ইউভান, রাজ আর শুভশ্রীর ছেলে । তাকে নিয়ে বেশ কয়েকটি ফ্যান পেজও খুলে গেছে ইতিমধ্যে । সকাল সকাল ইউভানের এক মিষ্টি ছবি দিয়ে নেটিজেনদের উইকেন্ড ট্রিট দিলেন রাজ ।

বেশ রাগ রাগ চোখে ক্যামেরার দিকে তাকিয়ে ইউভান । খুব বিরক্তি তার মুখে । আর এমন ছবির উপযুক্ত ক্যাপশন লিখেছেন রাজ । ছেলে যদি কথা বলতে পারত তাহলে সে কী বলত ? ছেলের বয়ানে নিজের মনের কথাই লিখেছেন পরিচালক ।

রাজ লিখেছেন, "কেউ কি বলতে পারে যে কবে কোরোনার ভ্যাক্সিন আসবে ? বাড়িতে থেকে থেকে আমি বোর হয়ে গেছি । একটু বেরোতেই পারছি না । আর আমার সাইজ়ে তো মাস্কও পাওয়া যায় না । কী করব ?"

মিষ্টি ইউভান যেন মনে মনে এই কথা বলেই প্রতিবাদ জানাচ্ছে সকলের কাছে । তার ছবি দেখে তো হেসে কুটোপাটি খাচ্ছে নেটিজেনরা । সন্দীপ্তা সেন, সায়ন্তিকা ব্যানার্জি, বরখা সেনগুপ্তের মতো একাধিক তারকা কমেন্ট না করে থাকতে পারেননি ।

দেখে নিন রাজের পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details