পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মন দিয়ে কথা শুনছে ছোট্ট ইউভান, দেখে অবাক রাজ ! - রাজ চক্রবর্তীর খবর

বয়স মাত্র পাঁচ দিন । তবে ছোট্ট ইউভান চক্রবর্তী এরই মধ্যে পটপট করে তাকিয়ে বাবার কথা শুনছে, রীতিমতো মন দিয়ে । দেখে অবাক রাজ চক্রবর্তী ।

Subhashree Ganguly latest news
Subhashree Ganguly latest news

By

Published : Sep 17, 2020, 7:18 AM IST

Updated : Sep 17, 2020, 10:23 AM IST

কলকাতা : রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে । পাঁচদিন কেটেছে সবে, এরই মধ্যে চক্রবর্তী পরিবারে আলোচনা ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জুনিয়র । সম্প্রতি কোলে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ ।

সেখানে মন দিয়ে রাজের কথা শুনছে । শুধু শুনছে না, বড় বড় চোখে একদৃষ্টে তাকিয়েও রয়েছে বাবার দিকে ।

একটু উশখুশ করে উঠলে বটে, তখন রাজ বলে উঠলেন, "মা ওদিকে, বাবা তো এদিকে, তুমি তো আমার বেবি..." ব্যাস তাতেই ফের শান্ত ।

ভিডিয়োটি সম্ভবত তুলেছেন শুভশ্রী । তিনিও অবাক কথা শোনা দেখে । চোখমুখের এমন ভাব তার, যেন খুব বুঝতে পারছে বাবার কথা ।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটি । ভিউজ়ের সংখ্যা ছাড়িয়েছে এক লাখেরও বেশি । শুভেচ্ছায় ভাসছে , টলি পাড়ার নতুন সেনসেশন ।

দেখে নিন ভিডিয়ো...

Last Updated : Sep 17, 2020, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details