কলকাতা : পুজোর পর টলিউডের দুই জুটিই নিজেদের হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকা। কথা হচ্ছে রাজ-শুভশ্রী ও দেব-রুক্মিনীকে নিয়ে। দেব-রুক্মিনী সোশাল মিডিয়ায় ততটা দেখা না দিলেও, রাজ ও শুভশ্রী প্রতি মুহূর্তে তাঁদের আপডেট দিচ্ছেন সোশাল মিডিয়ায়।
সম্প্রতি রাজের করা একটি পোস্টে দেখা যাচ্ছে জিপে করে রাজ-শুভশ্রী আফ্রিকান সাফারিতে মজেছেন। ক্যামেরার ফোকাসে শুভশ্রী। তবে মাঝেমাঝে উঁকি দিচ্ছে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও। ক্যাপশনে রাজ লিখেছেন, "হোয়াট অ্যা বিউটি"। এবার এই "বিউটি" বলতে রাজ যে আসলে কার সৌন্দর্য বোঝাতে চেয়েছেন, সেটা একমাত্র রাজই বলতে পারেন।