পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার পরিচালনায় রাহুল ? - rahul_banerjee

চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও । এবার পরিচালনায় মন দিয়েছেন তিনি ।

্ি
ে্ি

By

Published : Feb 4, 2020, 11:54 PM IST

কলকাতা : বাংলা ছবির জগতে প্রতিষ্ঠিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । ছোটোপরদায়-বড়পরদায় সমানতালে অভিনয় করেন তিনি । এই মুহূর্তে তিনি কাজ করছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্যর 'মায়াভয়' ছবিতে । এছাড়াও কাজ করছেন প্রদীপ্ত ভট্টাচার্যের একটি শর্টফিল্মে । কিন্তু, এর ফাঁকেই চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও । এবার পরিচালনায় মন দিয়েছেন তিনি । নিজেই সেই কথা জানালেন ETV ভারত সিতারাকে ।

রাহুল বলেন, "পরিচালনার কাজে যুক্ত হতে চলেছি । উল্লাস মল্লিকের একটি গল্প নিয়ে ছবি বানাব । সেরকম ইচ্ছে রয়েছে । ইতিমধ্যেই ছবি নিয়ে চিত্রনাট্যর কাজ করছি । ভূতের ছবি হবে । যদিও কারা কাজ করবে এখনও চূড়ান্ত হয়নি । কিন্তু কোন গল্প নিয়ে ছবি হবে সেটা এখনই বলা যাবে না । আমি উল্লাসদার থেকে গল্পটা নিয়ে রেখেছি ।"

এর পাশাপাশি এবার দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাহুলকে । তাও আবার গুপি ও বাঘার চরিত্রে । ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'। পরিচালনায় রঙ্গন চক্রবর্তী ।

ABOUT THE AUTHOR

...view details