ঢাকা : লকডাউনের ফলে বাংলাদেশেই রয়েছেন সৃজিত মুখার্জির স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা । তিনি আবার এক সমাজকর্মীও বটে । UN_Women-এর প্রতিনিধি হিসেবে গার্হস্থ্য হিংসা নিয়ে সরব হলেন মিথিলা । তাঁর শেয়ার করা ভিডিয়ো আবার রিটুইট করলেন সৃজিত মুখার্জি । বুঝিয়ে দিয়েছেন, তিনি মিথিলার পাশে আছেন ।
মিথিলাকে বলতে শোনা গেল, "কোরোনার জন্য আমরা অনেকটা সময় গৃহবন্দী রয়েছি । সেটা আমরা সুস্থ থাকার জন্যই আছি । তবে এই গৃহবন্দী অবস্থাটা সবার জন্য সুখকর না-ও হতে পারে ।"