কলকাতা : 29 ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটিরে রিসেপশন হয় সৃজিত মুখার্জি আর রফিয়াত রশিদ মিথিলার । সেই বিশেষ দিনের ভিডিয়ো শেয়ার করলেন মিথিলা । পুরোনো সেই 'বেটার টাইম'-কে মনে করলেন দম্পতি ।
সৃজিতের ফিল্মের গানগুলো এক একটা কালজয়ী গান । সেই গানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটা চমৎকার চিঠি লিখেছেন পরিচালক । বললেন, "নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম । তাই মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপপ্লেট ।"