পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ", সৃজিতকে জন্মদিনের রোম্যান্টিক শুভেচ্ছা মিথিলার - সৃজিত মুখার্জির খবর

আজ সৃজিত মুখার্জির জন্মদিন । বিশেষ দিনটিতে তাঁকে উইশ করলেন স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা ।

srijit mukherjee wife rafiath rashid mithila
srijit mukherjee wife rafiath rashid mithila

By

Published : Sep 23, 2020, 10:26 AM IST

কলকাতা : একসঙ্গে জীবন শুরু করেছেন সম্প্রতি । মিথিলা আর সৃজিত এখন একে অপরের বেটার হাফ । দু'জন মানুষ দুই আলাদা পৃথিবী থেকে এসে এক হয়ে গেল, সুখ-দুঃখের সঙ্গী হয়ে গেল । আর সেই জন্য কৃতজ্ঞ মিথিলা । জন্মদিনে সৃজিতকে এই কথাই বললেন অভিনেত্রী ।

সৃজিতের সঙ্গে মিথিলা ও আরিয়ার বেশ কয়েকটি ছবির কোলাজ । প্রতিটি ছবিতেই তাঁদের বন্ডিং ফুটে উঠছে । কোলাজটি শেয়ার করেছেন মিথিলা । সঙ্গে দিয়েছেন একটি মিষ্টি বার্থডে উইশ ।

মিথিলা লিখেছেন, "হ্যাপি বার্থডে মিস্টার মুখার্জি । আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ । আশা করব তুমি সুস্থ আর সুখী থাক । আর এতদিন ধরে তুমি যেরকম ড্রামা কিং হয়ে থেকেছ, তেমনই থাক ।"

প্যান্ডেমিকের কারণে আজ সৃজিত-মিথিলা একে অপরের থেকে দূরে । তবে সেটা শুধু শারীরিক দূরত্ব, মানসিক নয় । দেখে নিন মিথিলার পোস্ট...

সৃজিতকে জন্মদিনের শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details