পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Radhe Shyam on OTT : কবে ওটিটি-তে 'রাধে শ্যাম'? সামনে এল দিনক্ষণ - Radhe Shyam on OTT

প্রভাস-পূজা হেগড়ে জুটির নতুন ছবি 'রাধে শ্যাম'-এর ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে 1 এপ্রিল (Radhe Shyam OTT Release On April 1 ) ৷ তবে হিন্দিতে নয়, আপাতত তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ওটিটিতে আসতে চলেছে এই ছবি ৷

Radhe Shyam on OTT
কবে ওটিটি-তে 'রাধে শ্যাম'? সামনে এল দিনক্ষণ

By

Published : Mar 28, 2022, 5:31 PM IST

মুম্বই, 28 মার্চ :প্রভাস-পূজা হেগড়ে জুটির 'রাধে শ্যাম' কবে ওটিটি-তে আসবে তা নিয়ে রীতিমত আগ্রহ ছিল দর্শকদের মধ্যে ৷ কয়েকদিন আগেই খবর এসেছিল 200 কোটি টাকায় ডিজিটাল সত্ত্ব বিক্রি করেছেন এই ছবির নির্মাতারা ৷ তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন প্রভাস অনুরাগীরা ৷

রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই ছবির ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে 1 এপ্রিল (Radhe Shyam OTT Release On April 1 ) ৷ তবে হিন্দিতে নয়, আপাতত তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ওটিটিতে আসতে চলেছে এই ছবি ৷ ছবির ডিজিটাল প্রিমিয়ার নিয়ে উচ্ছ্বসিত প্রভাসও ৷ এই পিরিয়ড ফিল্মে প্রভাস অভিনয় করেছেন এক পামিস্টের চরিত্রে ৷ বিক্রমাদিত্য নামক এই জ্যোতিষীকে কেন্দ্র করেই আবর্তিত হয় গল্প ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ৷

আরও পড়ুন : অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা

প্রভাস বলেন, "দূরদর্শী পরিচালক রাধাকৃষ্ণ, পূজা হেগড়ে এবং আমাদের পুরো টিম সমস্ত হৃদয় দিয়ে প্রত্যেকের উপভোগ করার জন্য ভালবাসার এই আবেগপূর্ণ কাজটি তৈরি করেছেন ৷ ডিজিটাল প্রকাশের মাধ্যমে এই গল্পটিকে ঘরে ঘরে নিয়ে আসতে পেরে আমি খুব আনন্দিত এবং আশা করছি বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকে আমাদের ভালবাসা প্রাপ্তি অটুট থাকবে।" এই ছবিতে প্রভাস এবং পূজা ছাড়াও রয়েছেন শচীন খেদেকর, প্রিয়দর্শী পুলিকোন্ডা, ভাগ্যশ্রী, জগপতি বাবু, মুরালি শর্মা, কুণাল রায় কাপুর, ঋদ্ধি কুমার, সাশা চেত্রী-সহ একাধিক পরিচিত মুখ ৷

ABOUT THE AUTHOR

...view details