পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rachna Banerjee: বাবাকে হারিয়ে শোকাহত রচনা বন্দ্যোপাধ্যায় - রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত

বাবাকে হারালেন অভিনেত্রী তথা সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) ৷ সোমবার তাঁর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Rabindranath Banerjee) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

Rachna Banerjee's father Rabindranath Banerjee passed away
বাবাকে হারিয়ে শোকাহত রচনা বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 16, 2021, 1:17 PM IST

কলকাতা, 16 নভেম্বর: অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Rabindranath Banerjee) প্রয়াত হলেন । সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ অভিনেত্রীর বাবার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ভক্ত ও অন্যান্য তারকারা ৷

সকালটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই ৷ তবে আবহ ছিল মন খারাপী ৷ মুখ গোমড়া করে থাকা আকাশই যেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে বয়ে আনল শোকের বার্তা ৷ সোমবার দুপুরে তাঁরই বাড়িতে প্রয়াত হলেন তাঁর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর ৷

আরও পড়ুন:Soumitra Chatterjee: অপু থেকে উদয়ন মাস্টার, ফেলুদা থেকে ক্ষিতদা - সৌমিত্র একটা প্রতিষ্ঠান

সোমবার একটি মিউজিক ভিডিয়ো অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু তিনি হাজির হতে পারেননি । সেই অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটি চলে যান তাঁকে ছেড়ে । সোমবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ৷

রচনার ছোটবেলার ছবি

আরও পড়ুন:Prosenjit Chatterjee: আয় খুকু আয়ে বাবা-মেয়ের লুকে তাক লাগালেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বাবা ছিলেন ফ্রেন্ড, ফিলোজাফার অ্য়ান্ড গাইড ৷ খুব কাছের বন্ধু ৷ অভিনেত্রী ও সঞ্চালক হিসেবে রচনার সাফল্যের পেছনে বাবার অবদান ছিল অপরিসীম ৷ সদাহাস্যময় দিদি নাম্বার ওয়ানকে সমবেদনা জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ অভিনেত্রীর বাবার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র, সঙ্গীতশিল্পী অনুপ জালোটা-সহ আরও অনেকে । ইটিভির পক্ষ থেকেও রইল সমবেদনা ৷

আরও পড়ুন:Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

ABOUT THE AUTHOR

...view details