পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

যখন 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্য বৃদ্ধাশ্রমে! - mamata sankar

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্যর শেষ পর্যন্ত কী হল ? এই প্রশ্ন অনেকের মনেই এসেছে। যতবার উপন্যাসটি পড়েছেন পাঠক, ততবার মনের মধ্যে একই প্রশ্ন ঘোরাফেরা করছে। এবার সেই প্রশ্নের উত্তর দিতে আসছে জিৎ চক্রবর্তীর 'শেষের গল্প'।

শেষের গল্পের শুটিংয়ে

By

Published : May 6, 2019, 10:11 AM IST

Updated : May 6, 2019, 10:16 AM IST


কলকাতা : বৃদ্ধাশ্রমে বসে বৃদ্ধ-বৃদ্ধা। তারা নাকি 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্য! এমনটাও সম্ভব ? সেই প্রশ্নের উত্তর মিলবে ২১ জুন জিৎ চক্রবর্তীর ছবি 'শেষের গল্প'-এ।

ছবির গল্পটা হল ঠিক যেখানে 'শেষের কবিতা' শেষ হয়েছে, তারপর থেকে। অর্থাৎ লাবণ্য ও অমিতের বিচ্ছেদের পর দু'জনের কোনওদিনও কি দেখা হয়েছিল ? আর যদি দেখা হয়ে থাকে তবে তারা ঠিক কীভাবে একে অপরের সঙ্গে কথা বলেছিল ?

Read more : Exclusive : কী হল 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্য়ের? বলবে 'অবশেষের গল্প'

ছবিতে অমিতের চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। লাবণ্যর চরিত্রে মমতা শংকর। এছাড়াও ছবিতে অভিনয় করছেন পল্লবী চ্যাটার্জি, কল্যাণ চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় ও দুর্গা সাঁতরা। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজ়িক ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। গান গাইছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র ও সোমলতা আচার্য্য। প্রথমবার ডুয়েট গাইছেন নচিকেতা ও কৌশিকীকে।

ছবির সেট থেকে কিছু ছবি সামনে এসেছে। দেখুন ছবি...

বহুদিন পর অনস্ক্রিনে নাচ করতে দেখা যাবে মমতা শংকরকে।

শেষের গল্পের শুটিংয়ে

টিম 'শেষের গল্প' একসঙ্গে শুটিং চলাকালীন।

শেষের গল্পের শুটিংয়ে

এক ফ্রেমে সৌমিত্র-মমতা।

শেষের গল্পের শুটিংয়ে
Last Updated : May 6, 2019, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details