রাস্তার মাঝে হঠাৎ নাচ দেবলীনা-মানালি-ওম-নাইজেলের! - টলিউড
দক্ষিণ কলকাতার রাস্তায় হঠাৎ মানালি, দেবলীনা, ওম, নাইজেলের উদ্দাম নৃত্য। আশপাশের লোকজন তো দেখে অবাক। ব্যাপারটা হচ্ছে কী? বিষয়টা হল এই যে, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'গোত্র' ছবির নতুন গান এরকম অভিনবভাবেই মুক্তি পেল। সঙ্গে হল ত্রিধারা সম্মেলনীর খুঁটি পুজো। হাজির ছিল ETV ভারত সিতারা।
রঙ্গবতী
কলকাতা : ডান্স নাম্বারটির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি জনপ্রিয় লোকসংগীত। তাই উলটো রথের দিন 'জয় জগন্নাথ' বলে গানের ভিডিয়োর আত্মপ্রকাশ সত্যিই অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ও ইমনকে ডুয়েট গাইতে শুনবেন শ্রোতারা।