পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাস্তার মাঝে হঠাৎ নাচ দেবলীনা-মানালি-ওম-নাইজেলের! - টলিউড

দক্ষিণ কলকাতার রাস্তায় হঠাৎ মানালি, দেবলীনা, ওম, নাইজেলের উদ্দাম নৃত্য। আশপাশের লোকজন তো দেখে অবাক। ব্যাপারটা হচ্ছে কী? বিষয়টা হল এই যে, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'গোত্র' ছবির নতুন গান এরকম অভিনবভাবেই মুক্তি পেল। সঙ্গে হল ত্রিধারা সম্মেলনীর খুঁটি পুজো। হাজির ছিল ETV ভারত সিতারা।

রঙ্গবতী

By

Published : Jul 12, 2019, 8:05 PM IST

কলকাতা : ডান্স নাম্বারটির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি জনপ্রিয় লোকসংগীত। তাই উলটো রথের দিন 'জয় জগন্নাথ' বলে গানের ভিডিয়োর আত্মপ্রকাশ সত্যিই অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ও ইমনকে ডুয়েট গাইতে শুনবেন শ্রোতারা।

সবাই মিলে...
আইটেম নাম্বারটিতে বালির উপর নেচেছেন দেবলীনা কুমার, ওম সাহানি। এবং তাতে যোগ দিয়েছেন মানালি দে এবং নাইজেল আকারা, তাঁরা 'গোত্র' ছবির গুরুত্বপূর্ণ দুই মুখ। গান মুক্তির সময় ত্রিধারায় তখন মুষলধারায় বৃষ্টি আর তারই মাঝে চলল ঝমঝমিয়ে নাচ।কী বললেন দেবলীনা, ওম, মানালি, নাইজেল, ইমন, সুরজিৎরা। দেখুন ভিডিয়োতে...
দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details