পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Madan Mitra Biopic: এবার পর্দাতেও মদন মিত্র ম্যাজিক, আসছে জোড়া বায়োপিক - রাজর্ষি দে

এবার পর্দাতেও আসছে মদন মিত্র (Madan Mitra Biopic) ম্যাজিক ৷ কামারহাটির বিধায়ককে নিয়ে তৈরি হচ্ছে জোড়া বায়োপিক ৷ ছবি দুটির পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De) ও রাজা চন্দ (Raja Chanda)।

raajhorshee de and raja chanda making biopic on madan mitra
এবার পর্দাতেও মদন মিত্র ম্যাজিক, আসছে জোড়া বায়োপিক

By

Published : Sep 8, 2021, 7:20 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : কামারহাটির বিধায়ক মদন মিত্র মানেই হুল্লোড় ৷ মদন মিত্র মানেই আপনমনে আপন সুরে সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে চলা ৷ মদন মিত্র মানেই নেটমাধ্যমে ঝড় ৷ আদ্যন্ত রাজনীতিক সেই রঙিন মানুষটি প্রকাশ্যে আসা মানেই হাজির একরাশ বিনোদন ৷ এই ভাবমূর্তিকে কাজে লাগিয়েই এ বার ফিল্মের কেন্দ্রীয় চরিত্রেও তিনি ৷ তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক ৷ একটা না, একেবারে জোড়া বায়োপিক ৷

কখনও তিনি লাল ধুতি-পাঞ্জাবিতে গান ধরেন, কখনও টলি নায়িকাদের সঙ্গে দোল উৎসবে মেতে ওঠেন, কখনও জিমে কসরৎ করেন আবার কখনও বাহারি গাড়ি চালিয়ে মনোরঞ্জন করেন ৷ এমনই বর্ণময় চরিত্র মদন মিত্র ৷ এ বার তৃণমূলের এই বিধায়কের চরিত্রকেই দেখা যাবে ফিল্মের পর্দায় ৷ মদন মিত্রকে নিয়ে বায়োপিক বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De) ও রাজা চন্দ (Raja Chanda)। জানা গিয়েছে, ছবিতে মদন মিত্রর জীবনের প্রত্যেকটি দিকই তুলে ধরা হবে । থাকবে সারদা এবং নারদ কাণ্ডও ।

আরও পড়ুন:Sabyasachi and Sandip Birthday: আজ দু'জনেরই জন্মদিন, বেণুদার সঙ্গে কেক কাটার গল্প শোনালেন বাবুদা

টলিপাড়ায় জোর খবর, রাজা চন্দের ফিল্মে মদন মিত্রের চরিত্রে দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ তবে সেই ব্যাপারে এখনও জোরালো কোনও খবর মেলেনি । তবে তা জানা যাবে শিগগিরই । সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই মুক্তির সম্ভাবনা এই ছবির । শুটিং-ও শুরু হচ্ছে শিগগিরই । এই ছবি নিয়ে দর্শকের মনে আগ্রহের শেষ থাকবে না তা বলাই বাহুল্য । ইতিমধ্যেই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:Alia Bhatt: ডার্লিংসের শ্যুটিং শেষ, আলিয়ার ডেবিউ প্রোডাকশন নিয়ে কী মত রণবীরের ?

এ দিকে, পরিচালক রাজর্ষি দে আগেই মদন মিত্রের বায়োপিক তৈরি করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ তবে রাজা চন্দ মদনকে নিয়ে ছবি তৈরির কথায় শিলমোহর দেওয়ার পরও মদন মিত্রের বায়োপিক তৈরি থেকে বিরত হচ্ছেন না রাজর্ষি দে ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এক বিষয় নিয়ে দুটো ছবি অনেক হয়েছে ৷ রাজা উনার মতো করবে, আমি আমার মতো ৷ দুটো ছবি হচ্ছে মদন দাকে নিয়ে ৷ আর এটা নিয়ে কথা বলার আছে কী ? ছেড়ে দিন ৷"

অর্থাৎ প্রতিযোগিতা নয়, সৃষ্টির উল্লাসেই মেতেছেন রাজর্ষি দে । তবে বাংলার দর্শকরা আপাতত অপেক্ষায় পর্দার মদন মিত্রকে দেখার জন্য ৷

আরও পড়ুন:Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

ABOUT THE AUTHOR

...view details