মুম্বই, 21 ফেব্রুয়ারি:দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বছরের সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানার ব্লক বাস্টার হিট 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa The Rise bags Film Of The Year Award in Dadasaheb Phalke International Film Festival )৷ গতকালই ইনস্টাগ্রামে তাদের এই সাফল্যের জন্য পুরো টিমকে শুভেচ্ছা জানানো হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে ৷ তারা লেখেন, "দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতার জন্য 'পুষ্পা: দ্য রাইজ'-কে অভিনন্দন। আপনাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ফলপ্রসু হয়েছে ৷"
পরিচালক সুকুমারের হাত ধরে গত বছর 17 ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই অ্য়াকশন থ্রিলার ৷ লাল চন্দনের স্মাগলিং নিয়ে তৈরি এই গল্প সকলের মন জয় করে নিয়েছিল মুক্তির সঙ্গে সঙ্গেই ৷ লাল চন্দনের চুরির এই কাহিনি বক্স অফিসের বেশির ভাগ রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই ওটিটি মঞ্চ আমাজন প্রাইম ভিডিয়োতেও মুক্তি পেয়েছে এই ছবি ৷ ছবির এই সাফল্যের কথা মাথায় রেখে আগামীতে 'পুষ্পা: দ্য রুল' নামে পরবর্তী অধ্যায়ও মুক্তি পেতে চলেছে ৷