চণ্ডীগড়, 20 ফেব্রুয়ারি:পঞ্জাবের (Punjab Assembly polls 2022) ভোটারদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন অভিনেতা সোনু সুদ ৷ এই অভিযোগ ওঠার পর তাঁকে নিজের শহর মোগায় ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলল নির্বাচন কমিশন (Sonu Sood restrained from visiting polling booths in Moga)৷ এমনকী সোনুর গাড়িও বাজেয়াপ্ত (Sonu Sood car impounded) করা হয়েছে ৷
কিছুদিন ধরেই দেখা গিয়েছে, নিজের বোন মালবিকা সুদ সাচারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে হাসিমুখে ভোটভিক্ষা করেছেন 'গরিবের মসীহা' হিসেবে পরিচিত সোনু সুদ ৷ এ বার পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মালবিকা ৷
আধিকারিকরা জানিয়েছেন, শিরোমণি আকালি দলের প্রার্থী ব্রজিন্দ্র সিং ওরফে মাখন ব্রার অভিযোগ জানিয়েছিলেন অভিনেতার বিরুদ্ধে ৷ এরপরই সোনুকে বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ তাঁর গাড়ি বাজেয়াপ্ত (Sonu Sood car sized by Election Commission) করা হয়েছে ৷ রিটার্নিং অফিসার সতওয়ন্ত সিং সাংবাদিকদের জানিয়েছেন, "সোনুর বাড়ির বাইরে একটি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে ৷"