কলকাতা : সামনেই পুজো। কিন্তু, টেলিভিশনের অভিনেতাদের কাছে এই ক'টা দিনও কাজের দিন। পুজো বলে তো আর ধারাবাহিক বন্ধ থাকতে পারে না....তাই শন এই পুজোয় তাঁর নতুন প্রোজেক্ট 'এখানে আকাশ নীল'-এই মনোনিবেশ করতে চান।
পুজোয় কখনই কলকাতার বাইরে থাকতে চান না শন। মাঝে মাঝে টুকটাক বেরিয়ে পড়লেও, এই পুজোয় স্থায়ী আস্তানা কলকাতা। কিন্তু, সবকিছুর মধ্য়েও তিনি ভীষণভাবে তাঁর নতুন এই ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকবেন, জানালেন ETV ভারত সিতারাকে।