পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গত পুজোর জামা এই পুজোয় পরে নেব : শন - শন ব্যানার্জি

পুজোর ক'টা দিন কীভাবে সাজাচ্ছেন টেলিভিশনের হার্টথ্রব শন ব্যানার্জি?

Sean Banerjee Pujo

By

Published : Sep 20, 2019, 9:51 PM IST

কলকাতা : সামনেই পুজো। কিন্তু, টেলিভিশনের অভিনেতাদের কাছে এই ক'টা দিনও কাজের দিন। পুজো বলে তো আর ধারাবাহিক বন্ধ থাকতে পারে না....তাই শন এই পুজোয় তাঁর নতুন প্রোজেক্ট 'এখানে আকাশ নীল'-এই মনোনিবেশ করতে চান।

পুজোয় কখনই কলকাতার বাইরে থাকতে চান না শন। মাঝে মাঝে টুকটাক বেরিয়ে পড়লেও, এই পুজোয় স্থায়ী আস্তানা কলকাতা। কিন্তু, সবকিছুর মধ্য়েও তিনি ভীষণভাবে তাঁর নতুন এই ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকবেন, জানালেন ETV ভারত সিতারাকে।

আর কেনাকাটা? না..শন কোনও পুজো স্পেশাল কেনাকাটা করেননি। গত পুজোর জামাও এই পুজোয় পরে নিতে পারেন স্বচ্ছন্দে।

ভিডিয়োয় শুনে নিন শনের বক্তব্য...

শুনে নিন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details