পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার পুজোয় ডিজিটাল যোগাযোগকেই ভরসা রূপমের - রূপম ইসলামের পুজো

দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। চলছে পুজোর লাস্ট মিনিট কেনাকাটা, শেষ মুহূর্তের প্ল্যানিং। রূপম ইসলাম কীভাবে কাটাবেন তাঁর পুজো? শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে।

Pujo Plan of Rupam Islam

By

Published : Sep 21, 2019, 3:51 PM IST

কলকাতা : একটি সাক্ষাৎকারে রূপম ইসলামকে বলতে শোনা গেছিল, তিনি অন্ধকারকে ভালোবাসেন, ভালোবাসেন নির্জনতা। কিন্তু, দুর্গাপুজোর ব্যাপারটা আলাদা। এই আলো, এই রোশনাইয়ের মাঝে বিভিন্ন পুজোর বিচারক হিসেবে দেখা যাবে রূপমকে।

তিনি বললেন, "পুজোর সময় কিছু অ্যাক্টিভিটি আমার থাকবে। বিচারক হিসেবে শ্রেষ্ঠ পুজোগুলোকে ভিজ়িট করব। এটা বরাবরের একটা পছন্দের কাজ। এবারেও সেটা থাকবে।"

আর ডিজিটাল মাধ্যমের মারফৎ তাঁর শ্রোতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন রূপম। হয়তো ফিজ়িকালি কোথাও অনুষ্ঠান করবেন না তিনি। কিন্তু তাতে কী ? ডিজিটালি যোগাযোগ হবে সবার সঙ্গে, জানালেন রূপম।

শুনে নিন রূপমের বক্তব্য...

দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details