কলকাতা : একটি সাক্ষাৎকারে রূপম ইসলামকে বলতে শোনা গেছিল, তিনি অন্ধকারকে ভালোবাসেন, ভালোবাসেন নির্জনতা। কিন্তু, দুর্গাপুজোর ব্যাপারটা আলাদা। এই আলো, এই রোশনাইয়ের মাঝে বিভিন্ন পুজোর বিচারক হিসেবে দেখা যাবে রূপমকে।
তিনি বললেন, "পুজোর সময় কিছু অ্যাক্টিভিটি আমার থাকবে। বিচারক হিসেবে শ্রেষ্ঠ পুজোগুলোকে ভিজ়িট করব। এটা বরাবরের একটা পছন্দের কাজ। এবারেও সেটা থাকবে।"