কলকাতা : বেশ কয়েকবছর ধরে দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিতের সিনেমা। 'মিশর রহস্য' , 'ইয়েতি অভিযান' -এর মতো তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'গুমনামী'-ও মুক্তি পাচ্ছে এবারের পুজোয়। তাই পুজোটা ছবি নিয়ে টেনশানেই কেটে যায়, ETV ভারত সিতারাকে জানালেন অভিনেতা।
দুর্গাপুজোটা ছবি নিয়ে টেনশন করেই কেটে যায় : প্রসেনজিৎ
দুর্গাপুজো নিয়ে সবার উত্তেজনার শেষ নেই। তবে প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য পুজোর সংজ্ঞাটা একটু আলাদা। সারা বছরের মতো পুজোতেও তিনি সিনেমা নিয়েই থাকেন।
প্রসেনজিৎ বললেন, "দুর্গাপুজোটা কীভাবে যে কেটে যায়। ছবির প্রোমোশন থাকে, মুক্তির পর হল ভিজ়িট থাকে, তারপর কালেকশন দেখতে হয়, এসব নিয়ে টেনশানেই কেটে যায়। আমাদের সিনেমা যখন নবমী-দশমী নাগাদ স্টেডি হয়ে যায়, তখন পুজোটাও শেষ হয়ে যায়।"
2 অক্টোবর মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'গুমনামী'। ছবিটি নেতাজির অন্তর্ধান নিয়ে তৈরি হয়েছে। এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরি করার মাশুল দিচ্ছেন সৃজিত। কারণ ছবিটি বন্ধ করার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। মামলার শুনানী আগামী শুক্রবার।