কলকাতা : সামনেই দুর্গাপুজো। চলছে লাস্ট মিনিট কেনাকাটা, পুজোর প্ল্যান, আর ডায়েট ভেঙে যা খুশি খাওয়ার প্রস্তুতি। রুদ্রনীল কীভাবে সাজাচ্ছেন তাঁর পুজোর ক'টা দিনকে?
উত্তরে অভিনেতা বললেন, "আমি এখনও চাই হুজ্জুতি করে চাঁদা তুলতে। আমি এখনও চাই কেউ পাঁচ টাকা কম দিলে তার বাড়ির ফুলের টবটা তুলে আনতে। কিন্তু পারি না।"
এই অনেক না পারার মধ্যেও পুজোটা খুবই স্পেশাল রুদ্রনীলের জন্য। তাই মুম্বইতে শত বড় কাজের কনট্র্যাক্ট থাকলেও তিনি চেষ্টা করবেন কলকাতা ফিরে আসার। প্রসঙ্গত, অজয় দেবগনের সঙ্গে 'ময়দান' ছবিতে অভিনয় করছেন রুদ্র।
আর খাওয়াদাওয়া? যেসব খেলে সারা বছর শরীর খারাপ হয়, সেই সমস্ত খাবার খাবেন তিনি। জানালেন ETV ভারত সিতারাকে। দেখে নিন ভিডিয়োয়...