কলকাতা : বাংলা সিনেমার অন্যতম ভার্সেটাইল ও শিক্ষিত অভিনেত্রী অনসূয়া মজুমদার। 'গোত্র' ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। পুজোর প্ল্যান নিয়ে কী বললেন তিনি?
পুজোর আনন্দটা খুব সংক্রামক : অনসূয়া মজুমদার - বাংলার পুজো
এই বছরটা অনসূয়া মজুমদারের জন্য খুবই স্পেশাল। কারণ 'গোত্র'-র সাফল্য। তাই এই বছরের দুর্গাপুজোটাও দ্বিগুণ আনন্দের অভিনেত্রীর কাছে।
Anasua Majudar Pujo
অনসূয়া বললেন, "এখন তো তৃতীয় থেকেই পুজোর ভিড় শুরু হয়ে যায়। আমরা হয়তো হেঁটে হেঁটে পুজো দেখতে পারি না। কিন্তু, এখনও যে সবাই সেটা করে, করতে ভালোবাসে, সেটা ভেবে ভালোলাগে।"
আর পুজোর শপিং? অভিনেত্রী বললেন, "এখনও করিনি। একদিনই বেরোব। সেই একদিনেই সব কিছু কিনে নেব।" দেখে নিন ভিডিয়ো...