কলকাতা : শিল্পীর জীবনে পুরস্কার এক আলাদা মাত্রা এনে দেয়। অনেকটা যেন মিষ্টি পায়েসের উপর ছড়িয়ে থাকা কিশমিশের মতো বিষয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে আয়োজিত ৩৯তম নর্থ অ্যামেরিকান বেঙ্গলি কনফেরেন্সে পুরস্কৃত হলেন একঝাঁক বাঙালি শিল্পী। তালিকা বেশ লম্বা। রয়েছেন রুদ্রনীল ঘোষ, সৃজিৎ মুখার্জি, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুমন ঘোষ, শ্রীলা মজুমদার, জয় সরকারের মতো হেভিওয়েট শিল্পীরা। সেই তালিকায় অন্যতম নাম অম্বরিশ ভট্টাচার্য। শুধু অন্যতমই নয়, আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম এই নাম।
অম্বরিশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার, কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে - bengali film in foreign
টেলিভিশনের অতি জনপ্রিয় ধারাবাহিক 'রাজা গজা'-র গজাকে মনে আছে? সেই মোটাসোটা নাদুশ-নুদুশ অম্বরিশকে? প্রথম দেখায় দর্শক মনে করেছিলেন যে শুধুমাত্র কমেডি চরিত্রের জন্য উপযুক্ত অম্বরিশ। তবে সেই মিথ ভেঙেছে কয়েক বছরে। বড় বড় পরিচালকের ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অম্বরিশকে। শুধু তাই নয়, আন্তর্জাতিক মঞ্চেও সমাদৃত হলেন অভিনেতা। বাংলা ছবিতে অভিনয়ের জন্য ৩৯তম নর্থ অ্যামেরিকান বেঙ্গলি কনফেরেন্সে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন তিনি। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অম্বরিশ।
অম্বরিশ ভট্টাচার্য
নর্থ অ্যামেরিকান বেঙ্গলি কনফারেন্সে যোগদান করে সদ্য বাল্টিমোর থেকে কলকাতায় ফিরেছেন অম্বরিশ। এখন তিনি ব্যস্ত অঞ্জন দত্তর 'সাহেবের কাটলেট' ছবির শুটিংয়ে। এই ছবিতে অম্বরিশ অভিনয় করছেন একজন উকিলের চরিত্রে। সেই চরিত্রের নাম বাল্মিকী।