কলকাতা, 7 অক্টোবর: এবার দেবের প্রযোজনায় ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবির নাম 'কাছের মানুষ'। সম্প্রতি ছবির মোশন টিজার হাজির হয়েছে সোশ্যালে । পোস্টার বানিয়েছেন একতা ভট্টাচার্য ।
এর আগে 'ককপিট' ছবিতে দেব এবং প্রসেনজিৎকে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখেছিল দর্শক । তবে তাঁদের মধ্যে সে রকম কোনও জমজমাট দৃশ্য দেখা যায়নি । এ বার টলিপাড়ার এই দুই কাছের মানুষ এক হতে চলেছেন 'কাছের মানুষ'-এ । কিন্তু এখানে তাঁরা কীভাবে কোন সম্পর্কে কাছের মানুষ তা বোঝা যাচ্ছে না । সবটাই আসলে চমক ।
মোশন পোস্টারে দেখা যাচ্ছে, রেললাইনের উপরে বসে আছে প্রসেনজিৎ এবং দেব । ও দিকে একটি ট্রেন ওই লাইনের উপর দিয়েই ছুটে আসছে দুরন্ত গতিতে । কিন্তু দু'জনের কেউই উঠে সরে যাচ্ছেন না । যদিও ট্রেনটি চলমান । দুই অভিনেতাকে স্থিরচিত্রেই দেখা যাচ্ছে । সুতরাং বোঝা যাচ্ছে ওটা পোস্টারের নতুনত্ব ।
আরও পড়ুন:Prithibi Band: মহালয়ায় নারীদের জন্য বাংলা ব্যান্ড পৃথিবী'র উপহার শহরের গান