কলকাতা, 14 ফেব্রুয়ারি: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee new movie) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত । ভ্যালেন্টাইন্স ডে-তে এই মর্মে নিমন্ত্রণপত্র প্রেরণ করলেন তাঁরা (Prosenjit Chatterjee Rituparna Sengupta inviting for their marriage)।
অবাক হচ্ছেন তো ? ভাবছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta new movie) বুঝি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন ? আর ঘটকালি করছেন বুম্বাদার বোন পল্লবী চট্টোপাধ্যায় ? আজ্ঞে না, এঁদের জুটিতে আসছে নতুন কোনও ছবি । আর তারই ঘোষণা পর্ব সারা হল একেবারে অন্য ভাবে । কী রকম ? একটি ভিডিয়ো মারফত জানানো হয় তাঁদের বিয়ের খবর । এবং যোগাযোগ করার জন্য দেওয়া হয় দুটি নাম, শর্মিষ্ঠা এবং মোহর ।
নিমন্ত্রণপত্রে লেখা আছে, "সবিনয় নিবেদন, মহাশয়/মহাশয়া, বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুন ভাবে আপনাদের সামনে - প্রসেনজিৎ weds ঋতুপর্ণা । গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই । পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম । বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায় । বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা । ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয় । ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Prosenjit to marry Rituparna)৷ বিয়ে সম্পর্কিত যে কোনও বিষয়ে খোঁজ নিতে লজ্জা না পেয়ে ফোন করুন মোহর বা শর্মিষ্ঠাকে ।"