কলকাতা, 29 অগস্ট : মাদার টেরেসা (Mother Teresa) ও জ্যোতি বসুর (Jyoti Basu) ছবি নিয়ে নেট নাগরিকদের ট্রোলের জবাবে (Responds to Trolls) এ বার মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ৷ মাদার টেরেসার জন্মদিনে তিনি যে ছবিটি পোস্ট করেন, সেই ছবি থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ৷ তবে বিশ্বের এই কঠিন সময়ে অকারণে ঘৃণা না-ছড়িয়ে উদার হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা ৷
ঘটনার সূত্রপাত মাদার টেরেসার জন্মবার্ষিকীর দিন ৷ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই ছবিতে মাদার টেরেসার পাশে দেখা যাচ্ছে তাঁকে ৷ তবে পুরনো যে ছবি থেকে তিনি সেই ছবিটি শেয়ার করেছেন, সেই মূল ছবিতে শুধু বুম্বাদা বা মাদার টেরেসাই নন, ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ৷ বুম্বাদা তাঁর অংশটি কেটে বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছেন, এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হন নেট নাগরিকরা ৷ ট্রোলিং-এর শিকার হতে হয় প্রসেনজিৎকে ৷ অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, সেই ছবিতে তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায় থাকায় তাঁকে বাদ দিতে চেয়েছিলেন অভিনেতা ৷ তাতেই বাদ পড়ে যান জ্যোতি বসুও ৷
আরও পড়ুন:Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু
এই ঘটনার পর গুমনামী স্টার তাঁর একটি অ্যাকশন ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁকে একসঙ্গে বেশকয়েকটি গুন্ডাকে কুপোকাৎ করতে দেখা গিয়েছে ৷ ভিডিয়োটির ক্যাপশনে বুম্বাদা লেখেন, "যেভাবে আমি একইসঙ্গে সব অ্যাটাকের মোকাবিলা করি ৷" এটি লেখার পর একটি হাসির স্মাইলিও দিয়েছিলেন তিনি ৷ তাতেই অনেকে মনে করেন, এ ভাবেই ট্রোলারদের পরোক্ষে জবাব দিতে চেয়েছেন প্রসেনজিৎ ৷ হাসিমুখে সব হামলার মোকাবিলা করার ক্ষমতা তাঁর রয়েছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন বলে ধরে নেন অনেকে ৷