পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Prosenjit Chatterjee : ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি

মাদার টেরেসা (Mother Teresa) ও জ্যোতি বসুর (Jyoti Basu) ছবি নিয়ে নেটিজেনদের রোষের জবাব দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ৷ তাঁর বার্তা, বিশ্বের কঠিন সময়ে অকারণে ঘৃণা ছড়াবেন না, উদার হোন ৷

Prosenjit chatterjee responded to trolls over the mother teresa and jyoti basu picture which he shared
ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা

By

Published : Aug 29, 2021, 12:58 PM IST

Updated : Aug 29, 2021, 1:48 PM IST

কলকাতা, 29 অগস্ট : মাদার টেরেসা (Mother Teresa) ও জ্যোতি বসুর (Jyoti Basu) ছবি নিয়ে নেট নাগরিকদের ট্রোলের জবাবে (Responds to Trolls) এ বার মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ৷ মাদার টেরেসার জন্মদিনে তিনি যে ছবিটি পোস্ট করেন, সেই ছবি থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ৷ তবে বিশ্বের এই কঠিন সময়ে অকারণে ঘৃণা না-ছড়িয়ে উদার হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা ৷

ঘটনার সূত্রপাত মাদার টেরেসার জন্মবার্ষিকীর দিন ৷ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই ছবিতে মাদার টেরেসার পাশে দেখা যাচ্ছে তাঁকে ৷ তবে পুরনো যে ছবি থেকে তিনি সেই ছবিটি শেয়ার করেছেন, সেই মূল ছবিতে শুধু বুম্বাদা বা মাদার টেরেসাই নন, ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ৷ বুম্বাদা তাঁর অংশটি কেটে বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছেন, এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হন নেট নাগরিকরা ৷ ট্রোলিং-এর শিকার হতে হয় প্রসেনজিৎকে ৷ অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, সেই ছবিতে তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায় থাকায় তাঁকে বাদ দিতে চেয়েছিলেন অভিনেতা ৷ তাতেই বাদ পড়ে যান জ্যোতি বসুও ৷

আরও পড়ুন:Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

এই ঘটনার পর গুমনামী স্টার তাঁর একটি অ্যাকশন ভিডিয়ো পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁকে একসঙ্গে বেশকয়েকটি গুন্ডাকে কুপোকাৎ করতে দেখা গিয়েছে ৷ ভিডিয়োটির ক্যাপশনে বুম্বাদা লেখেন, "যেভাবে আমি একইসঙ্গে সব অ্যাটাকের মোকাবিলা করি ৷" এটি লেখার পর একটি হাসির স্মাইলিও দিয়েছিলেন তিনি ৷ তাতেই অনেকে মনে করেন, এ ভাবেই ট্রোলারদের পরোক্ষে জবাব দিতে চেয়েছেন প্রসেনজিৎ ৷ হাসিমুখে সব হামলার মোকাবিলা করার ক্ষমতা তাঁর রয়েছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন বলে ধরে নেন অনেকে ৷

আরও পড়ুন:Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

তবে এ বার আর পরোক্ষে নয়, সরাসরি বিবৃতি দিয়ে ট্রোলিং-এর জবাব দিলেন প্রাক্তনের অভিনেতা ৷ যে ছবিটি নিয়ে বিতর্ক, সেই মূল ছবিটি তিনি এ বার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ তাঁর ছবি থেকে জ্যোতি বসুর বাদ পড়ার দীর্ঘ কারণও ব্যাখ্যা করেছেন তিনি ৷

আরও পড়ুন:KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

প্রসেনজিৎ লিখেছেন, "সাধারণত আমি ট্রোলের জবাব দিই না, তবে এ বার জবাব দেওয়াটা প্রয়োজন বলে মনে করলাম ৷ কারণ যে ছবি নিয়ে প্রশ্ন উঠেছে, তার সঙ্গে আমার খুবই শ্রদ্ধার মানুষেরা জড়িয়ে রয়েছেন ৷ প্রথমত, আমি ছবিটি ক্রপ করিনি ৷ দীর্ঘদিন আগে এই ছবিটিই আমায় ফরওয়ার্ড করা হয়েছিল ৷ ভেবেছিলাম এই ছবিটি মাদার টেরেসার জন্ম বার্ষিকীতে শেয়ার করব ৷ দ্বিতীয়ত, মাদার টেরেসাকে শ্রদ্ধা জানানো ছাড়া এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না ৷ আর সবশেষে জানাই, ট্রোলে অনেক কিছু বলা হলেও আমি মন থেকে বিশ্বাস করি যে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি পোস্ট করলেই সেই দলের সঙ্গে জড়িত বা কোনও দলকে অপছন্দ করি এটা বোঝায় না ৷ সেই কারণেই আমি ক্রপ না-করা ছবিটি অ্যাটাচ করলাম ৷ এই পোস্টেরই কমেন্ট বক্স থেকে আমি এটি পেয়েছি ৷" সবশেষে বুম্বাদার বার্তা, "পৃথিবী এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ আসুন, অকারণে ঘৃণা না-ছড়িয়ে একটু উদার হওয়া যাক ৷"

আরও পড়ুন:Armaan Kohli: মাদক মামলায় এবার গ্রেফতার বলি অভিনেতা আরমান কোহলি

Last Updated : Aug 29, 2021, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details