কলকাতা : 1994 সালের 'উনিশে এপ্রিল' । ছবিটি বাংলা সিনেমাকে একটা নতুন ভাষা দিয়েছিল । একটু নাগরিক, একটু সফিস্টিকেটেড ভাষা । কিন্তু কোথাও কোনও কৃত্তিমতা নেই । এক বিশ্বাসযোগ্য় সম্পর্কের গল্প বলেছিলেন ঋতুপর্ণ ঘোষ, বুঝিয়ে দিয়েছিলেন পরিচালক হিসেবে নিজের জাত । আজও উনিশে এপ্রিল । এই বিশেষ দিনটিতে বন্ধু ও সহকর্মী ঋতুকে মনে করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ।
'উনিশে এপ্রিল'-এ অল্প সময়ের জন্য দেখা গেছিল প্রসেনজিৎকে । কিন্তু, তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । ছবিতে দেবশ্রী আর প্রসেনজিতের অনস্ক্রিন কেমিস্ট্রি আজও মনে রেখেছে দর্শক ।