কলকাতা : আজ রাখি পূর্ণিমা । আজকের দিনে ভাইকে রাখি পরান বোনরা । দেশের প্রায় সব জায়গাতেই দিনটিকে পালন করা হয় । কিন্তু, আজ এই ছবিটা একটু অন্যরকম । বাজার-দোকানে রাখি বিক্রি হলেও, ধুমধাম করে রাখি পালন করেননি অনেকেই । সৌজন্যে কোরোনাভাইরাস । কারণ এই পরিস্থিতির মধ্যে কেউ কারও বাড়ি যেতে পারছেন না । আর তাই রাখি অনেকটাই ফিকে এবার । একই অবস্থা তারকাদের বাড়িতেও । সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ।
রাখি হোক কী ভাইফোঁটা, প্রতিবছর ভাই-বোনের উৎসবে বুম্বাদার বালিগঞ্জের বাড়ির পরিবেশ থাকে একেবারে জমজমাট । মিডিয়া থেকে শুরু করে প্রসেনজিতের ফ্যান ক্লাব, সবাই আসেন তাঁকে রাখি পরাতে । তবে এবার কোরোনার জন্য আর সেই ছবিটা দেখা যায়নি ।