পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Prosenjit Chatterjee: আয় খুকু আয়ে বাবা-মেয়ের লুকে তাক লাগালেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া - দিতিপ্রিয়া রায়ের লুক

আয় খুকু আয়ে (Ay Khuku Ay) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) লুক প্রকাশ্যে এল ৷ সেই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা ৷

prosenjit chatterjee and ditipriya roys look of new film ay khuku ay revealed
আয় খুকু আয়ে বাবা-মেয়ের লুকে তাক লাগালেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

By

Published : Nov 15, 2021, 7:16 PM IST

কলকাতা, 15 নভেম্বর:বড় পর্দায় বড় ব্রেক দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) ৷ আগেই জানা গিয়েছিল যে, এ বার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এবার প্রকাশ্যে এল ওই ছবিতে তাঁদের লুক ৷ আয় খুকু আয় (Ay Khuku Ay) ছবিতে বাবা-মেয়ের চরিত্রে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়াকে দেখে আপ্লুত দর্শকরা ৷

আজ টুইটারে তাঁর ও দিতিপ্রিয়ার লুক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছেন, "আয় খুকু আয়ে আমাদের লুক ৷" তাঁদের আপকামিং ফিল্মের তিনটি ছবি পোস্ট করেছেন বুম্বাদা ৷ সেখানে তাঁর মাথায় টাক, মুখে সাদা দাড়ি, পরনে চেক শার্ট ও ছাই-রঙা লুঙ্গি ৷ দিতিপ্রিয়ার লুক একেবারে সাদামাটা, তবে বেশ সপ্রতিভ ৷ মাঝখানে সিঁথি, কপালে ছোট্ট টিপ, সালোয়ার কামিজ ও ওরনায় চেনা রানিমা একেবারে অচেনা রূপে ধরা দিয়েছেন ৷ প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার বাবা-মেয়ের লুক দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ কমেন্ট বক্সে তারিফ করেছেন অনেকেই ৷

আরও পড়ুন:Prosenjit Ditipriya: এবার বুম্বাদার সঙ্গে বড় পর্দায় দিতিপ্রিয়া

বাবা-মেয়েকে নিয়েই গল্প আয় খুকু আয়ের । জিৎ প্রযোজিত ও সৌভিক কুণ্ডু পরিচালিত ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আগেই নিজের উচ্ছ্বাসের কথা ইটিভি ভারতকে জানিয়েছিলেন দিতিপ্রিয়া রায় ৷ তিনি বলেছিলেন, "প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতার সঙ্গে প্রথমবার মেজর ক্যারেক্টার করছি । আমি সুপার এক্সাইটেড । আমার বড়পর্দায় এটা বড় ব্রেক হতে চলেছে বলে আমি মনে করি । ওয়েবের কিছু কাজ আছে, সেগুলো সেরেই বুম্বাদার সঙ্গে কাজ । পরপর এমন সব মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পেয়ে আমি আপ্লুত ।"

আরও পড়ুন:Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

ইতিমধ্যেই ওয়েব ফিল্মে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া ৷ অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃন্দা মিত্রর পরিচালনায় একটি শর্ট ফিল্মে স্ক্রিন শেয়ার করছেন । সেই ছবির শুটিং হয়েছে মুম্বইতে ৷ দিতিপ্রিয়া ও অভিষেক অভিনীত শর্ট ফিল্মটি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তৈরি হবে ।

আরও পড়ুন:Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

ABOUT THE AUTHOR

...view details