পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রফেসর শঙ্কুকে পাখির চোখ করলেন তারকারা - Dritiman Chatterjee

'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো' ছবির স্ক্রিনিংয়ে তারকা সমাবেশ ।

Professor Shanku
Professor Shanku

By

Published : Dec 20, 2019, 1:41 PM IST

Updated : Dec 20, 2019, 10:06 PM IST

কলকাতা : আজ মুক্তি পাচ্ছে সন্দীপ রায় পরিচালিত ছবি 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো'। এই প্রথম প্রফেসর শঙ্কুকে বড় পরদায় আনা হল। ছবি মুক্তির আগের রাতে প্রযোজক SVF এবং সন্দীপ রায় আয়োজন করেছিলেন দুটি স্পেশাল স্ক্রিনিংয়ের। প্রথমটি সন্দীপ রায়ের বন্ধুদের জন্য, পরেরটি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য। স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধিমার মতো তারকারা। ছোটোবেলায় পড়া সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রফেসর শঙ্কুকে বড় পরদায় দেখতে সকলেই উচ্ছ্বসিত। "সকলের মতো আমিও প্রফেসর শঙ্কুকে বড় পরদায় দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি..." বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, "আমি খুব খুশি যে সন্দীপ রায়ের হাত ধরে, তাঁর পরিচালনায় শঙ্কু এল বড় পরদায়। শীত পড়েছে বেশ, আর আমার ধারণা সবাই শঙ্কুকে একেবারে লুফে নেবে।"

"ছোটোবেলা থেকে আমি অপেক্ষা করে রয়েছি কবে বড় পরদায় প্রফেসর শঙ্কুকে দেখতে পাব। আজ শেধমেশ সেই সুযোগ হয়েছে। আমি খুব এক্সসাইটেড..." যোগ করলেন গৌরব চক্রবর্তী।" একই সুর শোনা গেল অর্জুন ও ঋদ্ধিমার কণ্ঠে।

ছবি দেখতে এসেছিলেন কমলেশ্বর মুখোলাধ্যায়। তিনি আমাদের বললেন, "ছোটোবেলা থেকেই সত্যজিৎ রায়ের সব সাহিত্যের সঙ্গে আমি যুক্ত ছিলাম পাঠক হিসেবে। প্রফেসর শঙ্কু আমাদের ছোটোবেলা তৈরি করেছে আর বাবুদা যখন ছবিটা বড় পরদায় নিয়ে এসেছেন, আমাদের বিশ্বাস ছবিটা ভালো হবে।"

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Last Updated : Dec 20, 2019, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details