কলকাতা : দেখতে দেখতে কেটে গিয়েছে একটা বছর । নিয়ম মেনে চলে এসেছে একটা নতুন বছর 1427 । যদিও কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে নববর্ষের চিরাচরিত ছবিটা গতকাল দেখতে পাওয়া যায়নি কোথাও । তার কারণ সবাই এখন বাড়িতে বন্দী । সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে হই হুল্লোড় করে নতুন বছরকে স্বাগত জানাতে পারেননি কেউই । একাকী ঘরে বসে নতুন বছরকে গতকাল স্বাগত জানালেন আম জনতা থেকে শুরু করে তারকা সবাই । সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । বলেন, "নতুন বছরের আলো যাতে সংকটের এই মুহূর্তগুলো যাতে আমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি সেই প্রত্যাশাই করি । চলুন এই নতুন বছরে নিজেরে মনোবলকে শক্ত করে এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে, কঠিন সময়টাকে জয় করে নিই । সবার প্রতি মানবিক হয়ে উঠি ।" পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথাও বলেছেন তিনি । আর তার সঙ্গে সরকারের দেওয়া নির্দেশও মেনে চলার কথা বলেন ।