পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রবীন্দ্রনাথের সময়ে ফিরে গেলেন প্রিয়াঙ্কা..কীভাবে?

বিখ্যাত ফ্যাশন ফোটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় ধরা পড়বে রবীন্দ্রযুগের এক গল্প। আর সেই গল্পের প্রধান চরিত্র প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কা সরকার

By

Published : May 5, 2019, 6:58 PM IST

Updated : May 6, 2019, 7:01 PM IST

ক্যামেরার মাধ্যমে গল্প তৈরি করাই তথাগত ঘোষের কাজ। না সিনেমা নয়। ফোটোগ্রাফির মাধ্যমে তিনি একটা গল্প বলতে চান। আর সেই গল্পের নায়িকা প্রিয়াঙ্কা সরকার। কিন্তু, রবীন্দ্রনাথের সময় বলার কারণ? কারণ রবীন্দ্রনাথের যুগের রোমান্টিসিজ়মকে তুলে ধরতে চাইছেন তথাগত।

ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তথাগত বললেন, "একসময় কলকাতায় এগজ়িবিশনের মারাত্মক চল ছিল। সেটা এখন অনেকটা কমে গেছে। এর কারণ সোশাল মিডিয়ার ব্যাপ্তি। অনেক বছর আগে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম যে ফ্যাশন ফোটোগ্রাফির উপর একটা এগজ়িবিশন করব। ২০১৬ সাল পর্যন্ত কলকাতার ICCR-এ আমরা সেই এগজ়িবিশন করেছি।"

তিনি আরও বলেন, "এবার আমরা এমন একটা স্টোরি করছি যেখানে বেশ কয়েকটা ছবি দিয়ে একটাই গল্প বলা হবে। একজন মডেল, একজন মেকআপ আর্টিস্ট ও একজন স্টাইলিস্ট থাকবেন। এটাও আমরা ICCR-এ করছি।"

এগজ়িবিশনের পোস্টার

চড়া মেকআপ নয়, নারীর ভিতরের সৌন্দর্যটাই ধরা হবে ক্যমেরার লেন্সে, এমনটাই বললেন তথাগত। সে ঘুম থেকে উঠছে একরকমের সৌন্দর্য নিয়ে, স্নান করে বেরোচ্ছে একরকমের সৌন্দর্য নিয়ে- এই সবগুলোই ক্যামেরাবন্দী করবেন ফোটোগ্রাফার। তাহলে রবীন্দ্রনাথ কোথায়? তথাগত বললেন, "আমরা রবীন্দ্রনাথের সময়টাকে বেছে নিয়েছি। তাঁর সময়ে যেই চরিত্রগুলো আমরা দেখেছি সেগুলো খুবই নগর ঘেঁষা। সেখান থেকেই অনুপ্রেরণা নিয়েছি আমরা।"

প্রিয়াঙ্কাই কেন? ফোটোগ্রাফার তাঁর শিল্পীসুলভ দৃষ্টি দিয়ে বললেন, "প্রিয়াঙ্কার মধ্যে এমন একটা গ্রেস আছে, যা আমার গল্পটাকে সঠিক রূপদান করতে পারবে।" ১০-১২ মে ICCR-এ আয়োজিত হবে এগিজ়িবিশন।

তথাগতর ক্যামেরায়
Last Updated : May 6, 2019, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details