পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'লাভ হ্যাকার্স' ছবির শুটিংয়ের জন্য উত্তরপ্রদেশে প্রিয়া - pariya prakash varrier love hackers shooting in barabanki up

শুটিংয়ের জন্য উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে এসেছেন প্রিয়া প্রকাশ । ETV ভারতের সঙ্গে শেয়ার করলেন নতুন শহরের বেশ কিছু অভিজ্ঞতার কথা ।

bgf
gf

By

Published : Dec 10, 2019, 9:52 PM IST

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ) : আপকামিং ছবির শুটিংয়ের জন্য উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে এসেছেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ । ছবির নাম 'লাভ হ্যাকার্স'। সাইবার ক্রাইমকে কেন্দ্র করে তৈরি ছবিটি । আর এই সাইবার ক্রাইম কীভাবে মানুষের জীবনকে শেষ করে দিতে পারে তাই তুলে ধরা হয়েছে 'লাভ হ্যাকার্স'-এ ।

শুটিংয়ের সময় ETV ভারতের মুখো মুখি হন তিনি । উত্তর প্রদেশে শুটিংয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেন । বলেন, "এখানে শুটিং করার সময় পরিবারের মতো অনুভূতি আসছে । তবে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ বা লখনউ ঘুরে দেখার মতো সময় হয়নি । এখানকার মানুষের থেকে যে ভালোবাসা পাচ্ছি খুবই তা একেবারেই অন্যরকম ।"

সম্প্রতি মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচার প্রসঙ্গেও মুখ খোলেন প্রিয়া । বলেন, একজন মেয়ে হিসেবে তাঁর খুবই ভয় হয় । নিরাপত্তাহীনতায় ভোগেন তিনি ।

'অরু আদার লাভ' ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রচারের আলোয় আসেন প্রিয়া । ওই ছবির একটি গানে তাঁর চোখের ইশারায় মেতেছিল গোটা দেশ । এই নিয়ে অনেক বিতর্কও হয় । সে যাই হোক না কেন এখন আপকামিং ছবির শুটিং নিয়ে খুবই ব্যস্ত তিনি ।

দেখুন ভিডিয়ো

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details