বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ) : আপকামিং ছবির শুটিংয়ের জন্য উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে এসেছেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ । ছবির নাম 'লাভ হ্যাকার্স'। সাইবার ক্রাইমকে কেন্দ্র করে তৈরি ছবিটি । আর এই সাইবার ক্রাইম কীভাবে মানুষের জীবনকে শেষ করে দিতে পারে তাই তুলে ধরা হয়েছে 'লাভ হ্যাকার্স'-এ ।
শুটিংয়ের সময় ETV ভারতের মুখো মুখি হন তিনি । উত্তর প্রদেশে শুটিংয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেন । বলেন, "এখানে শুটিং করার সময় পরিবারের মতো অনুভূতি আসছে । তবে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ বা লখনউ ঘুরে দেখার মতো সময় হয়নি । এখানকার মানুষের থেকে যে ভালোবাসা পাচ্ছি খুবই তা একেবারেই অন্যরকম ।"