পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভয় পেয়েই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ছেড়েছেন মাধবীদেবী, অভিযোগ BCP-র - Bangiya chalachitra parishad

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদে যোগ দেওয়ার একদিন পরেই সংগঠন ছেড়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । ঘটনায় জরুরী বৈঠকের ডাক দেয় BCP । বৈঠকে তাঁদের অভিযোগ, ভুল বোঝানো হয় মাধবীদেবীকে । BCP কোনও রাজনৈতিক দলের অংশ নয় । ভয় পেয়েই সংগঠন ছেড়েছেন তিনি ।

বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ

By

Published : Jul 19, 2019, 9:24 AM IST

Updated : Jul 19, 2019, 2:34 PM IST

কলকাতা : 16 জুলাই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) উপদেষ্টা পদে যুক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । একদিনের মধ্যেই ছবিটা পালটে যায় । মাধবীদেবী সরে আসেন পরিষদের উপদেষ্টা পদ থেকে । তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল তাঁকে । জানানো হয়নি, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । বিষয়টি নিয়ে বিস্তরে আলোচনা করতে গতকাল একটি জরুরি বৈঠক ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।

বৈঠকে পরিষদের তরফে পরিচালক মিলন ভৌমিক জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের অংশ নয় । টলিউড ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা এগিয়ে আসবেন, তাঁদেরকেই সাদরে গ্রহণ করবে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । কোনও রাজনৈতিক রং দেখা হয় না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও জানান, কেউ বা কারা মাধবীদেবীকে ভুল বুঝিয়েছে পরিষদ সম্পর্কে । বুঝিয়েছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । সম্পূর্ণটাই ভুল । কলাকুশলীদের আর ভয় দেখালে হবে না ।

পরিষদের তরফে অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, "আমরা যা সত্যি তাই বলেছিলাম । মাধবীদেবী সব শুনে নিজেই আমাদের পরিষদের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছিলেন । তারপর থেকেই না কি তাঁর কাছে ফোন আসে BJP-তে যোগ করেছেন কি না জানার জন্য । তাতে তিনি ভয় পেয়ে যান । আমাদের সংগঠনে কোনও রাজনৈতিক রং নেই । আমাদের কাছে আসার জন্য তাঁকে যে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত । "

Last Updated : Jul 19, 2019, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details