কলকাতা : 16 জুলাই বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের (BCP) উপদেষ্টা পদে যুক্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । একদিনের মধ্যেই ছবিটা পালটে যায় । মাধবীদেবী সরে আসেন পরিষদের উপদেষ্টা পদ থেকে । তাঁর অভিযোগ, ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল তাঁকে । জানানো হয়নি, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ BJP-র সঙ্গে যুক্ত । বিষয়টি নিয়ে বিস্তরে আলোচনা করতে গতকাল একটি জরুরি বৈঠক ডাকে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ ।
বৈঠকে পরিষদের তরফে পরিচালক মিলন ভৌমিক জানান, তাঁরা কোনও রাজনৈতিক দলের অংশ নয় । টলিউড ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা এগিয়ে আসবেন, তাঁদেরকেই সাদরে গ্রহণ করবে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ । কোনও রাজনৈতিক রং দেখা হয় না ।