মুম্বই, 2 মার্চ:বড় পর্দায় এ বার আরও স্টারকিড। মুক্তির অপেক্ষায় সুনীল শেট্টির ছেলে আহানের ডেবিউ ফিল্ম তড়প। এই মুভির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। তাতেই বেশ ইমপ্রেসিভ লাগছে সুনীল-পুত্রকে।
সাজিদ নাদিওয়ালার এই ফিল্মে আহানের সঙ্গে দেখা যাবে তারা সুতারিয়াকে। 2016 সালের অজয় ভূপতির তেলুগু ফিল্ম আরএক্স 100-এর হিন্দি রিমেক এই ফিল্ম। মঙ্গলবার তড়পের ফার্স্ট লুক পোস্টার পোস্ট করেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ক্যাপশনে আহানের উদ্দেশে তিনি লেখেন, ''এখানে তোমাকে পুরো অ্যাংরি ইয়াং ম্যান লুকে দেখা যাচ্ছে। বড় পর্দায় তোমায় দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমার অনেক ভালোবাসা ও শুভকামনা নিও।'' সুনীল শেট্টির বেশ কয়েকটি ফিল্মে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার। ধড়কন, হেরা ফেরি, মোহরা, দে দনা দনে তাঁদের জুটির অভিনয় এখনও দর্শকদের হৃদয়ে রয়েছে। সেই বন্ধুর পুত্রের ডেবিউ ফিল্মের ফার্স্ট লুক প্রকাশ করে বেশ আনন্দিত অক্ষয়।
ফার্স্ট লুকে জানানো হয়েছে ছবিটি মুক্তির তারিখও। মিলন লিথরিয়া পরিচালিত এই মুভি মুক্তি পাচ্ছে চলতি বছর 24 সেপ্টেম্বর।