কলকাতা : এই লকডাউনে হয়তো অনেক মানুষের ক্ষতি হয়েছে, মৃত্যুমিছিল চলেছে অবিরাম, স্বজনকে হারিয়েছেন অনেকে..তবে তারই মধ্যে কিছু ভালো জিনিসও ঘটেছে । মানুষ মানুষের কাছে এসেছে, প্রতিদিনের ইঁদুরদৌড়ের থেকে বেরিয়ে জীবনের কথা ভেবেছে, ভালোবাসার কথা বলেছে...আর এই চিত্রটাই ফুটে উঠেছে প্রেমেন্দু বিকাশ চাকির ছবি 'ল্যাপটপ'-এ ।
আজ সোশাল মিডিয়ায় মুক্তি পেল 'ল্যাপটপ'-এর প্রথম পোস্টার । ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জি, সোনালি চৌধুরি, খেয়ালি দস্তিদার, জয়জিৎ ব্যানার্জি কে নেই এখানে ? ছবিটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা ও প্রেমেন্দু একসঙ্গে ।