পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুভশ্রীর ডে-আউট - শুভশ্রী গাঙ্গুলির খবর

আর কিছুদিনের অপেক্ষা । তারপরেই দরজায় কড়া নাড়বে নতুন অতিথি । আর এই সময়টা বেশ কঠিন শুভশ্রীর জন্য । শারীরিক এবং মানসিক দুই ভাবেই । মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভশ্রী নিজের এই জার্নির অংশ করছেন নেটিজেনদের ।

Subhashree with Raj chakrabarty
Subhashree with Raj chakrabarty

By

Published : Sep 11, 2020, 7:43 AM IST

কলকাতা : বাড়িতে কয়েকদিন আগেই কোরোনা থাবা বসিয়েছিল । আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী । তারপরেই আরও এক দুঃসংবাদ । মারা যান রাজের বাবা । একের পর এক খারাপ খবরে বিধ্বস্ত চক্রবর্তী পরিবার । তবে খুব তাড়াতাড়ি সুখবর আসবে । সেই অপেক্ষায় দিন গুনছেন রাজ-শুভশ্রী ।

কোরোনার কারণে অনেকদিনই বাড়ি থেকে বের হননি শুভশ্রী । শুধু তাই নয়, বাড়ির যা অবস্থা তাতে করে বেরোনোর মতো পরিস্থিতিও ছিল না তাঁর । তবে মাঝেমধ্যে একটু বাইরের খোলা হাওয়া খেয়ে আসা শরীর আর মন দুইয়ের জন্যই ভালো । তাই ডে-আউটে শুভশ্রী ।

সঙ্গে তাঁর দুই সঙ্গী রাজ এবং ননদের মেয়ে সৃষ্টি শ্রীবাস্তব । অন্তঃসত্ত্বা শুভশ্রী যেন একেবারে গ্লো করছেন মাতৃত্বের সুখে । ছবি দু'টি শেয়ার করে রাজ লিখেছেন, "অনেকদিন পর..."

দেখে নিন পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details