মুম্বই : গান শুনতে খুবই ভালোবাসেন অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা । গোটা বছরে অনেক গানই শোনেন তিনি । আর বছর শেষে তাঁর পছন্দের গানগুলিকে নিয়ে একটি তালিকা প্রকাশ করেন । এবারও তার অন্যথা হয়নি । গতকালই সেই তালিকা প্রকাশ করেছেন তিনি । আর এবার সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় মিউজ়িশিয়ান প্রতীক কুহাদ । এছাড়াও একাধিক গান রয়েছে ওই তালিকায় ।
তবে শুধু গানই নয়, বই থেকে শুরু করে সিনেমা সব কিছুরই তালিকা প্রকাশ করেন ওবামা । এবছরও 2019-এ তাঁর পছন্দের বই ও সিনেমার ভিন্ন তালিকায় প্রকাশ করেছেন তিনি । গানের তালিকা প্রকাশ করে তিনি লেখেন, "এটা আমার এ বছরের পছন্দের গানের তালিকা ।" আর সেই তালিকায় ছিল প্রতীক কুহাদের 'কোল্ড/মেস' গানটি ।