হায়দরাবাদ, 12 মার্চ:পর্দায় আসতে না আসতেই অনলাইন পাইরেসির শিকার হল অভিনেতা প্রভাস এবং পূজা হেগড়ের বহু প্রতিক্ষিত ছবি 'রাধেশ্য়াম' ৷ শুক্রবারই পর্দায় এসেছে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই ছবি ৷ আর প্রথমদিনেই বহু টরেন্ট সাইটে পাওয়া গেল এর কপি (Radhe Shyam leaked onto several torrent sites)৷ হিন্দি দর্শকদের কৌতূহল যথেষ্ট জাগিয়ে তুলতে পেরেছিল এই ছবি ৷ তবে পাইরেসির জেরে এবার বড় প্রভাব পরবে 'রাধেশ্য়াম'-র ব্যবসায় ৷
এই বিগ বাজেট ছবি নির্মাণের জন্য় প্রায় 350 কোটি টাকা ঢেলেছিলেন প্রযোজকরা ৷ গত পাঁচ বছর ধরে টানা এই প্রোজেক্টে নিজের সমস্ত পরিশ্রম ঢেলে দিয়েছেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার ৷ করোনা মহামারি পেরিয়ে শেষপর্যন্ত শুক্রবার পর্দায় এসেছিল ছবিটি ৷ এমাতাবস্থায় এই পাইরেসির কাণ্ড রীতিমত বড় আঘাত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ৷ কারণ এমন একটি বিগবাজেট ছবি লাভের মুখ দেখলে, তা এই মহামারির পর ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতেও অনেকখানি সাহায্য করতে পারত ৷