পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'ভূতপরী'-র পোস্টার, মুখ্য চরিত্রে জয়া আহসান - Poster

'পেন্ডুলাম', 'লোডশেডিং' ও 'রেনবো জেলি'-র পর এবার 'ভূতপরী' নিয়ে আসছে পরিচালক সৌকর্য্য ঘোষাল । মুক্তি পেল ছবির পোস্টার । ছবিতে রয়েছেন জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জি ।

ভূতপরী

By

Published : Aug 24, 2019, 9:58 AM IST

কলকাতা : মুক্তি পেল সৌকর্য্য ঘোষাল পরিচালিত 'ভূতপরী'-র পোস্টার । ছবিতে জয়া আহসানকে মুখ্য চরিত্রে রেখেছেন পরিচালক । ছবির পোস্টারটি ডিজ়াইন করেছেন সৌরিশ মিত্র ।

পোস্টারে একটি গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়েছে । অভিনেত্রীর তাকানো, হাসি বেশ মায়াবি । পুরোনো বেনারসি পরে খোলা চুলে দর্শকের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি ।

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জি । ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা সংস্থা । উপস্থাপনা করছেন কোয়েল মল্লিক ।

'ভূতপরী' নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, "এই গল্পটা বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি । ছবিতে যারা অভিনয় করেছেন, তাঁদের সঙ্গেও কাজ করার জন্য অপেক্ষা করেছি অনেকদিন ধরে । ছবিটা আমার কাছে সাহসী স্বপ্নের মতো ।" পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌকর্য্য ।

সৌকর্য্য ঘোষালের প্রথম ছবি 'পেন্ডুলাম' । তারপর তিনি বানিয়েছিলেন 'লোডশেডিং' । গতবছর মুক্তি পেয়েছিল তাঁর ফ্যান্টাসিভিত্তিক ছবি 'রেনবো জেলি' । অসম্ভব বাহবা কুড়িয়েছে ছবিটি, জিতে নিয়েছে পুরস্কারও । আশা করা যায় 'ভূতপরী'ও দর্শকদের মন জয় করবে।

ABOUT THE AUTHOR

...view details