মুম্বই, 20 সেপ্টেম্বর: অবশেষে মুক্তি পেতে চলেছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ পর্ন মামলায় (Pornography Case) 50,000 টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন মুম্বই আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত ৷
গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত ৷ গত 16 সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1400 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল ৷
আরও পড়ুন:Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা
গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলেও দাবি করেন কুন্দ্রা ৷ তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে তাঁর সওয়ালে বলেন, "প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ 1400 পাতার চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"