ঢাকা, 15 জুন: বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে (Pori Moni) ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে গত কয়েকদিন ধরেই তোলপাড় দুই বাংলা ৷ সোশ্য়াল মিডিয়ায় এই অভিযোগ জানানোর পরপরই মূল অভিযুক্ত-সহ 5 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ ৷ এ জন্য প্রশাসন, সংবাদমাধ্যম ও দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি ৷
10 জুন তাঁর ও তাঁর দুই বন্ধুর সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটে বলে রবিবার সংবাদমাধ্যমে অভিযোগ করেন অভিনেত্রী পরীমণি ৷ ভিডিয়ো বার্তায় কেঁদে কেঁদে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ তাঁর অভিযোগ, ঢাকা ক্লাবে তাঁর সঙ্গে কয়েকজনের পরিচয় হয় ৷ তাঁদেরই মধ্যে একজন আচমকা তাঁর মুখে পানীয়ের গ্লাস চেপে ধরে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ৷ পরীমণির (Pori Moni) এক বন্ধুকে মারধরও করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে একজন ওপার বাংলার প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায় প্রশাসনের কাছে গিয়েও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ করেন পরীমণি ৷
আরও পড়ুন:বিশে পা গদরের : এই ছবিতে কাজ করার কথা ছিল গোবিন্দা-কাজলের
4 দিন বিভিন্ন জায়গায় ঘুরে রবিবার সাংবাদমাধ্যমে গোটা ঘটনা জানান অভিনেত্রী ৷ এরপরই দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷ তার আঁচ এসে পড়ে এপার বাংলাতেও ৷ অভিযুক্তদের ধরতে তত্পর হয় বাংলাদেশ পুলিশ ৷ মামলা দায়ের করা হয় সাভার থানায় ৷ অবশেষে মূল অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ অভিযুক্ত নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ীকে তাঁর উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ ।
আরও পড়ুন:'পার্শ্ব সুখসানা' আসন নিয়ে বিশেষ পোস্ট ফিটনেস ফ্রিক শিল্পার