মুম্বই, 9 নভেম্বর :গার্হস্থ্য হিংসার (Domestic Violence) শিকার পুনম পান্ডে(Poonam Pandey) ৷ তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম ৷ তাঁর মাথায়, চোখে ও মুখে আঘাত লেগেছে বলে খবর ৷
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করে তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পুনম পান্ডে ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর স্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ অভিনেত্রীর গুরুতর আঘাত লেগেছে বলে খবর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
এই প্রথম নয়, এর আগেও তাঁর স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন পুনম ৷ গত বছর তাঁদের বিয়ের দিনকয়েক পরেই একই অভিযোগে গোয়ায় স্যামকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ পুনমের অভিযোগ ছিল, তাঁর স্বামী তাঁর শ্লীলতাহানি করেছেন ৷ হেনস্থার কথা কারওকে জানালে তার কঠিন মূল্য চোকাতে হবে বলে স্যাম হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী ৷
আরও পড়ুন:Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন