নয়াদিল্লি, 1 এপ্রিল:দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানীত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷ তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী টুইট করার পরই ধন্যবাদজ্ঞাপক টুইট করেন থ্যালাইভা ৷ রজনী এই পুরস্কার পাওয়ার জন্য 100 শতাংশ যোগ্য বলে দাবি করেছেন দক্ষিণের আর এক অভিনেতা কমল হাসান ৷
51তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর এ কথা ঘোষণা করেছেন ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্পচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর আজ জানান, "আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, 2019 সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ভারতীয় সিনেমার ইতিহাসে মহানতম অভিনেতা রজনীকান্ত ৷ অভিনয়, প্রযোজনা ও চিত্রনাট্যে তাঁর অবদান অনন্য ৷ ' জাওড়েকর আরও বলেছেন, "প্রতি বছর ফিল্মের একজন ব্যক্তিত্বকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয় ভারত ৷ এ বছর জুরি সদস্যরা এই নাম বেছে নিয়েছেন ৷ চলতি বছর জুরি সদস্যদের মধ্যে ছিলেন আশা ভোঁসলে, মোহনলাল, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, শঙ্কর মহাদেবন ও সুভাষ ঘাই ৷ পাঁচজন জুরি নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে রজনীকান্তের নাম মনোনয়নে ঐক্যমত্য হন ৷"
এই ঘোষণার পরই রজনীকান্তকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "এটা দারুণ আনন্দের যে, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন থ্যালাইভা ৷ তাঁকে অভিনন্দন ৷"