নয়াদিল্লি, 15 মার্চ:নয়াদিল্লিতেচলছিল বিজেপির সংসদীয় দলের বৈঠক ৷ বিধানসভা নির্বাচনে সাফল্যের পর দলের পরবর্তী রণকৌশল কী হবে, কোন অস্ত্রে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হবে, তাই নিয়েই চলছিল গুরুগম্ভীর আলোচনা ৷ তবে এ সবের মাঝেই সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের একটি ফিল্মের প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় (PM Modi on The Kashmir Files)৷
দ্য কাশ্মীর ফাইলস ৷ দলীয় বৈঠকেই এই ছবির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi tells BJP MPs The Kashmir Files is a good film) ৷ সবাইকে এই ফিল্ম দেখারও পরামর্শ দিলেন ৷ নমো তাঁর সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, "দ্য কাশ্মীর ফাইলস খুব ভাল মুভি ৷ আপনাদের সবার এই ফিল্ম দেখা উচিত ৷ এ ধরনের আরও ছবি বানানো দরকার ৷"
আরও পড়ুন:Kangana on The Kashmir Files : বুলি দাউদরা গভীর আঘাত পেয়েছে, কাশ্মীর ফাইলস নিয়ে কটাক্ষ কঙ্গনার
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছে 11 মার্চ ৷ 1990-এর দশকে কাশ্মীরী হিন্দুদের ভূস্বর্গ ছেড়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ মুক্তির পরের দিন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাঁর স্ত্রী ও অভিনেত্রী পল্লবী যোশি এবং প্রযোজক অভিষেক-সহ ফিল্মের গোটা টিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ৷ এই ছবির ভূয়সী প্রশংসা করে কুশীলবদের অভিনন্দন জানান নমো (The Kashmir Files declared tax free in Uttar Pradesh) ৷
এ দিকে, দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করেছে উত্তরাখণ্ড, ত্রিপুরা, কর্নাটক ও গোয়া ৷ এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশও ৷ নিজের টুইটার হ্যান্ডেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে, তাঁর রাজ্য দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করছে ৷
আরও পড়ুন:PM Modi on Dynasty Politics : বিজেপিতে পরিবারতন্ত্রের কোনও জায়গা নেই, সংসদীয় দলের বৈঠকে বার্তা মোদির