পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করলেই আপনি দেশদ্রোহী" - aparna sen new tweet

টুইটারে অপর্ণা লেখেন, "দয়া করে এই দেশে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না ! যদি আপনি তা করেন তাহলে আপনাকে 'দেশদ্রোহী' বা 'আরবান নকশাল' বা 'পাকিস্তানের পক্ষে' বা 'সন্ত্রাসবাদী' বা 'খলিস্তানি' অথবা 'টুকরে টুকরে গ্যাং'-এর অংশ হিসেবে ধরা হবে ! এরপর আপনাকে নিঃশব্দে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে । কোনও স্ট্রও দেওয়া হবে না ! খুব সাবধান !"

as
as

By

Published : Dec 11, 2020, 11:06 PM IST

Updated : Dec 12, 2020, 7:20 AM IST

কলকাতা : বিভিন্ন ইশুতে একাধিকবার সরব হয়েছেন অপর্ণা সেন । অসিহষ্ণুতার অভিযোগ থেকে শুরু করে গণপিটুনি, সংখ্যালঘু ও দলিতদের উপর হামলা, নাগরিকত্ব আইন সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি । এমনকী রাস্তায় নেমে প্রতিবাদও করতে দেখা গিয়েছে তাঁকে । কিন্তু এতদিন ধরে চলা কৃষকদের আন্দোলন নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে । এই বিষয়ে তাঁকে চুপ থাকতে দেখে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা । এবার এনিয়ে টুইট করলেন তিনি ।

টুইটারে তিনি লেখেন, "দয়া করে এই দেশে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না ! যদি আপনি তা করেন তাহলে আপনাকে 'দেশদ্রোহী' বা 'আরবান নকশাল' বা 'পাকিস্তানের পক্ষে' বা 'সন্ত্রাসবাদী' বা 'খলিস্তানি' অথবা 'টুকরে টুকরে গ্যাং'-এর অংশ হিসেবে ধরা হবে ! এরপর আপনাকে নিঃশব্দে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে । কোনও স্ট্রও দেওয়া হবে না ! খুব সাবধান !"

প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের দাবিতে কয়েক দিন ধরেই উত্তাল দিল্লি । রাজধানীর বিভিন্ন সীমান্ত এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছে একাধিক কৃষক সংগঠন । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠকহয়েছে । যদিও এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি ।

তবে শুধু কৃষক আন্দোলনই নয় । ভীমা কোরেগাঁও মামলায় 83 বছর বয়সি স্ট্যান স্বামীর প্রসঙ্গও নিজের টুইটে টেনে এনেছেন তিনি । স্ট্যান স্বামীকে গ্রেপ্তার করেছিল এনআইএ । এই মুহূর্তে জেলে রয়েছেন । এদিকে পার্কিনসনস রোগে ভুগছেন তিনি । হাতে গ্লাস বা কাপও ধরতে পারেন না । স্ট্র ও সিপারের সাহায্যে যে কোনও তরল পান করেন । কিন্তু, জেলে তাঁকে স্ট্র ও সিপার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তাঁর আইনজীবী । সেগুলি দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছিল । প্রায় এক মাস পর তাঁকে জেলের মধ্যে সিপার ও স্ট্র দেওয়া হচ্ছে বলে মাত্র কয়েকদিন আগে জানান তাঁর আইনজীবী । আজ এই বিষয়টিও তাঁর টুইটে তুলে ধরেন অপর্ণা সেন ।

Last Updated : Dec 12, 2020, 7:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details