কলকাতা, 20 জুন : টলিপাড়ায় ফের বেসুরো সানাই ৷ সম্পর্কের ভাঙনের সুর ৷ শ্রাবন্তী-রোশন, নুসরত-নিখিল, ইন্দ্রনীল-বরখার পর এ বার কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ৷ দু জনের সম্পর্ক এতটাই তেতো হয়েছে যে, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি ৷ শনিবার রাতে তাঁর গাড়ি আটকে অভিনেতা তাঁকে হুমকি দিয়েছেন ও হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ মত্ত অবস্থায় তিনি পিঙ্কিকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ ৷ সেই সময়ে কাঞ্চনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী তথা টেলিভিশনের আর এক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ৷ তাঁর সঙ্গেই কাঞ্চন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন:নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা
বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ টলিপাড়ায় জোর গুঞ্জন যে, তিনি কৃষ্ণকলি খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ এতদিন নানা জনের মুখে নানা কথা শুনলেও পিঙ্কি নাকি মুখ খোলেননি ৷ তবে শনিবার তিনি এই নিয়ে নীরবতা ভাঙেন ৷ শ্রীময়ী বলেছিলেন, তাঁর সঙ্গে পিঙ্কির সম্পর্ক হৃদ্যতার ৷ যদিও তার জবাবে পিঙ্কি বলেন, "হৃদ্যতার সম্পর্ক যখন, তখন শ্রীময়ী কেন তাঁর ছেলের খোঁজ নেননি ? তাঁর হৃদ্যতার সম্পর্ক কাঞ্চনের সঙ্গে থাকতে পারে, আমার সঙ্গে নয় ৷" কাঞ্চন প্রেম করতে গিয়ে ছেলের কোনও খোঁজই রাখেন না বলেও অভিযোগ করেছেন পিঙ্কি ৷ এমনকী ফোনে কথা বলারও সময় পান না বলে অভিযোগ তাঁর ৷ পিঙ্কির বক্তব্য়, দু জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসমম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷