নয়াদিল্লি, 17 মে:ভাই টাইগার শ্রফের মতোই ফিটনেস ফ্রিক তাঁর বোন কৃষ্ণা শ্রফ ৷ মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে নজরকাড়া ছবি পোস্ট করেন ৷ আগুন জ্বালিয়ে দেন ইন্টারনেটে ৷ আবারও তাঁর ইনস্টাগ্রামের পাতায় জ্বালাময়ী এক ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ স্বাভাবিক নিয়মেই সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল ৷
তাঁর বিকিনি পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ যেখানে ফুটে উঠেছে তাঁর শরীরের প্রতিটি খাঁজ ও তাতে আঁকা এক গুচ্ছ ট্যাটু ৷ ক্যাপশনে একটি ফরাসি টার্ম ব্যবহার করেছেন টাইগারের বোন ৷ লিখেছেন, "অও ন্যাচরেল ৷" যার অর্থ প্রাকৃতিক অবস্থায় ৷ এই ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টের বন্যা শুরু হয়েছে ৷