পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ফিল্টার কফি লিকার চা'-এ উষা - Usha Udhyup in Film

কয়েকদিন আগের খবর। জানা গিয়েছিল, খাবারের উপর তিনটে ছবি প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিয়াজ়। পুজোর সময় zee5 ডিজিটাল প্লাটফর্মে দেখানো হবে এই ছবিগুলি। সেই তিনটে ছবির একটি 'ফিল্টার কফি লিকার চা'। তবে এবারের খবর, দেবারতি গুপ্ত পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গায়িকা উষা উত্থুপ।

উষা উত্থুপ

By

Published : Jul 18, 2019, 4:49 PM IST

কলকাতা : ছবির শুটিং নিয়ে উষা উত্থুপ আপাতত ভীষণ ব্যস্ত। ETV ভারত সিতারা থেকে উষা উত্থুপকে যোগাযোগ করা হলে, তিনি সেই কথাই জানালেন। বললেন, " আমি এখন শটের মধ্যে রয়েছি।"

'ফিল্টার কফি লিকার চা' ছবিটি একজন বাঙালি মেয়ে এবং এক দক্ষিণ ভারতীয় ছেলের প্রেমকে কেন্দ্র করে। বাঙালি মেয়েকে সিম্বলাইজ় করছে লিকার চা ও দক্ষিণ ভারতীয় ছেলের জন্য ফিল্টার কফি। ছবিতে এক তামিল মহিলার চরিত্রে অভিনয় করছেন উষা উত্থুপ। ছবির মেল লিড অর্থাৎ নিশান কে পি নানাইয়ার মাতৃস্থানীয় এক চরিত্র উষা। অন্য়দিকে বাঙালি মেয়েটির চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার।

পরিচালকের সঙ্গে প্রিয়াঙ্কা

এর আগেও রুপোলি পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে উষা উত্থুপকে। বাংলা, তামিল, মালায়লাম, হিন্দি, ইংরেজি কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। নাম ভূমিকায় অভিনয় করেছেন রক অন 2, বো ব্যারাকস ফরএভার, বম্বে টু গোয়া-র মতো ছবিতে। হাসিখুশি মন মাতানো গায়িকা হিসেবে তিনি তো দর্শকদের কাছের মানুষ ছিলেনই। সাবলীল অভিনয়ের জন্যও তিনি সমান গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

ABOUT THE AUTHOR

...view details