কলকাতা : ছবির সঙ্গে সঙ্গে তার বাইরের অনেক কথাও উঠে এল আড্ডায়। মহিলা ড্রাইভারের সঙ্গে অনিন্দ্য়র নিরুদ্দেশ হয়ে যাওয়া বা তাজুদার ব্যাগ থেকে মহিলাদের পোশক উদ্ধার হওয়া- খোলশা হল সবকিছুই।
Exclusive: ফিল্মি আড্ডায় 'আর একটা রূপকথা, অ্যানাদার ফেয়ারি টেল' ছবির টিম - Bengali Director
ছবির নাম 'আর একটা রূপকথা, অ্যানাদার ফেয়ারি টেল', পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত। টলিউডে তিনি 'তাজুদা' বলেই বেশি পরিচিত। তাজুদা পরিচালিত এই ছবির সিংহভাগ শুটিং হয়েছে অ্যামেরিকায়। আর ২৭ জুলাই সেখানেই অভিনব ভাবে মুক্তি পেতে চলেছে রিইউনিয়ন আর রূপকথার মিশেলে তৈরি এই ছবি। বাংলা টেলিভিশন ও সিনেমার একঝাঁক তারকা অভিনয় করেছেন এই ছবিতে। তার মধ্যে রয়েছেন ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রর মতো অভিনেতারা। এছাড়াও রয়েছেন মার্কিন মুলুক ও বাংলাদেশের অভিনেতা ও কলাকুশলী। সব মলিয়ে আড্ডা দিলেন ছবির পুরো টিম। একথা-সেকথায় জমে উঠল আড্ডা।
দেবপ্রতিম দাশগুপ্ত
অ্যামেরিকার মাটিতে একটা বাঙালি কমিউনিটি তৈরি হয়ে গেছিল শুটিংয়ের কয়েকদিন। তার ফলে ছবির টিম যতটা আনন্দ পেয়েছে, তার থেকেও বেশি আনন্দ পেয়েছে অ্যামেরিকায় বসবাসকারী বাঙালিরা। একপ্রকারে পিকনিক শুরু করে দিয়েছিলেন তাঁরা শুটিং স্পটে। সবকিছু নিয়েই কথা বললেন পরিচালক।
দেখে নিন ভিডিয়োয়...
Last Updated : Jun 9, 2019, 7:40 PM IST