চেন্নাই : 'কাপ্পান' ছবির মিউজ়িক লঞ্চে বহু তারকার সমাবেশ হয়েছিল। মুখ্য অতিথি হিসেবে ছিলেন রজনীকান্ত। এই ইভেন্টে এসে সূর্য বলেন যে, তাঁর পরবর্তী ছবিটি, সমাজ কর্মী ও রাজনীতিবিদ পেরিয়ার ই.ভি.রামাসামির চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত।
সূর্য বলেন, "আমি সম্প্রতি একটি ক্লিপ দেখেছি, যেখানে দেখানো হয়েছে যে, মহাত্মা গান্ধির মৃত্যুর পর কীভাবে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আর সেখানে একটা ধর্মীয় রং লাগানো হয়েছিল। সেই সময়ে পেরিয়ার বলেছিলেন যে, গডসের বন্দুক ভেঙে দেওয়া উচিত।"