পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লাল আবিরে রাঙা শুভশ্রী-ঋত্বিক, সামনে এল 'পরিণীতা'-র ফার্স্ট লুক - Subhashree Ganguly

'শেষ থেকে শুরু' ছবি ইতিমধ্যে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবির কাজ শেষ করেই আগামী ছবি 'পরিণীতা'-র শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। আজ সামনে এল ছবির ফার্স্ট লুক।

'পরিণীতা'-র ফার্স্ট লুক

By

Published : Jun 8, 2019, 12:36 PM IST

কলকাতা : সামনে এল 'পরিণীতা'-র ফার্স্ট লুক। শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী ফার্স্ট লুকটি শেয়ার করে ছবি মুক্তির দিন ঘোষণা করেন। আগামী অগাস্ট মাসে ছবিটি মুক্তি পাবে। ছবিতে শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। ফার্স্ট লুকে দু'জনকেই দেখা গেছে।

'পরিণীতা'-র ফার্স্ট লুক


বিয়ের পর এই প্রথম রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবিতে অভিনয় করছেন অদ্রিত রায় ও গৌরব চক্রবর্তীও।

রাজের প্রযোজনায় 'প্রেম আমার ২'-তে ডেবিউ করেছেন অদ্রিত। দ্বিতীয় ছবি হিসেবে নিজের ঝুলিতে পুড়েছেন কমলেশ্বর মুখার্জির 'পাসওয়ার্ড' ছবিটিও। সেই ছবির কাজ চলছে। আর মাত্র কয়েকদিনে তৃতীয় ছবি 'পরিণীতা'-র কাজও শুরু করছেন তিনি।

'পরিণীতা

এদিকে রসগোল্লায় গেস্ট অ্যাপেয়ারেন্স করেছিলেন শুভশ্রী। এরপর এখনও পর্যন্ত সেভাবে কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। আবার বিয়ের পর এই প্রথম রাজের সঙ্গে কাজ। ফলে দর্শক তাঁকে দেখার জন্য অপেক্ষায় আছে।

অন্যদিকে ঋত্বিকের একের পর এক হিট ছবি মুক্তি পেয়েছে এই বছর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'নগরকীর্তন', 'জেষ্ঠপুত্র' ও 'ভিঞ্চিদা' ছবিতে যেমন প্রশংসা পেয়েছেন ঋত্বিক, তেমনই বক্স অফিসেও ভালো ফল করেছে ছবিটি।

ABOUT THE AUTHOR

...view details